ব্যাডবয় খ্যাত সাকির লিমুন এবারের নাটক ‘দ্য বেগার’

দেশ জনপদ ডেস্ক | ০১:১৪, নভেম্বর ০৫ ২০২১ মিনিট

সরদার সুমন নিজস্ব প্রতিবেদক।। নির্মাণে বরাবরই নিজের নামের পাশে প্রশংসার মোহর কুড়িয়েছেন নির্মাতা ও অভিনেতা সাকির লিমুন। মাষ্টার প্লান,পিংক কালার গরু,ভাইরাল এর পর এবার ‘দ্য বেগার’ শিরোনামের নাটকটি দিয়ে আবারও প্রশংসায় ভাসছেন জনপ্রিয় এ অভিনেতা ও পরিচালক। এ নাটকে কেন্দ্রীয় ভিক্ষুক চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন নতুন মুখ আয়ূশ রায় কমল। নিজেকে তিনি দর্শকের সামনে একজন সত্যিকারের ভিক্ষুক হিসেবে হাজির করেছেন। এক আলাপে নির্মাতা ও অভিনেতা সাকির লিমুন বলেন, এই নাটকটি দ্বারা তিনি অসহায় ও বিপদগ্রস্ত ভিক্ষুকদের বাস্তবরূপ তুলে ধরেছেন। তিনি বলেন, একদম অরজিনাল লোকেশনে শুট করেছি। সাধারণত রাস্তায় এমন শুটিং করা অনেক কঠিন। লোকজন ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, হৈ চৈ করে। যখন শুটিং শুরু করি তখন তো ধরেই নিয়েছিলাম বোধহয় সঠিক সময় মতো শুটিং শেষ করতে পারবো না। অবশেষে কাজটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। তবে কানাই চন্দ্র শীল,  মিল্লাত, লিমন,  মিসাদ ওদের বেশি ক্রেডিট দিতে হবে। সাথে আয়ূশ রয় কমল ও সাইফুল ইসলাম হৃদয় এর পরিশ্রম ছিল বেশি। Hot Director এর নিজস্ব  অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ইতোমধ্যে ভিডিওটি পাবলিষ্ট করা হয়েছে সাকির লিমুন'র ‘দ্য বেগার’। নেটিজনরাও সাকির লিমুন, আয়ূশ রয় কমল ও সাইফুল ইসলাম হৃদয় এবং পুরো টিমের প্রশংসায় পঞ্চমুখ! নির্মাতা সাকির লিমুন বলেন, শুটিংয়ের আগে আয়ূশ রায় কমল, সাইফুল ইসলাম হৃদয় এর সাথে কয়েক দফা মিটিং করেছি। কীভাবে চরিত্রটা ফুটিয়ে তুলতে হবে সব আলোচনা করেছি এবং আয়ূশ রাশ কমল কে ৫ দিন এক ভিক্ষুকের পিছনে হাটিয়েছি যাতে সে চরিত্রটা সহজে আয়াত্ব করতে পারে । সাথে সাইফুল ইসলাম হৃদয় হোমওয়ার্কটাতে মনোযোগ দেওয়াতে ডায়লগ ডেলিভারিটা খুব ভালো করে করেছিলো। বিশেষ করে যে কাজগুলোতে হোম ওয়ার্ক থাকে এবং শুটিংয়ের আগে প্লানটা সতর্কতার সাথে গোছানো হয় সেই কাজের রেজাল্ট অবশ্যই ভালো আসতে বাধ্য। যদিও আমার এই নাটকের মাধ্যমেই কেন্দ্রীয় চরিত্রে আয়ূশ রয় কমলের প্রথম অভিষেক তবে তার শ্রমটা অনেক বেশি ছিল। তিনি বলেন, সবমিলিয়ে আমার যেই কাজগুলো এখন পর্যন্ত দর্শকের চোখে পরেছে সবগুলো কাজ নিয়ে আমি খুশি। কারণ প্রত্যকেটা কাজেরই আলাদা আলাদা নতুন নতুন রেসপন্স পাচ্ছি। তারমধ্যে ‘দ্যা বেগার’র রেসপন্স অনেক বেশি পেয়েছি। যেটা আমাকে সামনে এমন নতুন মুখ নিয়ে কাজ করার এবং নতুন গল্প নিয়ে কাজ করার উৎসাহ যোগায়। তাই সবাইকে বলবো নাটকটি দেখুন এবং ভিক্ষুকদের পাশে দাড়ান। যদি পকেট থেকে টাকা দিয়ে তাদের সাহায্য করতে না পারেন তাহলে অন্তত একটা সুন্দর পথ দেখান তাদের সাবলম্ভী হওয়ার। নাটক লিংকঃ https://youtu.be/VD1O5TKOiiA