অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা কাজ করছি – এডিসি রুনা

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪১, নভেম্বর ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষত করতে তফসিল ঘোষণাকৃত এলাকায় কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।পিছিয়ে নেই বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি । বিএমপি উত্তর বিভাগের এয়ারপোর্ট থানাধীন নির্বাচনী এলাকায় প্রার্থীদের আচরন বি‌ধি মে‌নে চলার অনু‌রোধ করা হচ্ছে। এছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে থানা পুলিশের পক্ষ থেকে প্রচার প্রচারণা ও পথসভা করে ভোটারদের সতর্ক অবস্থানে থাকতে অনুরোধ জানানো হয়। এরই ধারাবাহিকতায় অবাধ সুষ্ঠু ও নির‌পেক্ষ নির্বাচন উপহার দেওয়া ল‌ক্ষ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা। গতকাল ০২রা নভেম্বর রোজ মঙ্গলবার তিনি এয়ারপোর্ট থানাধীন কড়াপুর ইউ‌নিয়‌নে সাধারণ ভোটার ও প্রার্থীদের স‌াথে মতবিনিময় ও পথসভা করেন। এ সময় তি‌নি জনসাধারণ ও প্রার্থীসহ সকল‌কে নির্বাচন সংক্রান্ত আচরন বি‌ধি মে‌নে চলার অনু‌রোধ জানান এবং শা‌ন্তিপূর্ন প‌রি‌বে‌শে নির্বাচন প্রক্রিয়ার ল‌ক্ষ্যে সর্বাত্বক সহযোগিতার কথা বলেন । পাশাপাশি নির্বাচনী আচরণ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা বলেন কঠোর হুশিয়ারি প্রদান করেন। এ বিষয় উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রুনা লায়লা বলেন,,সকলের অংশ গ্রহণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার মহোদয় ও উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম সেবা মহোদয় এর নির্দেশে কাজ করে যাচ্ছি। কোন দুষ্টু চক্র নির্বাচনকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে৷ আমরা সাধারণ ভোটদের নির্ভয়ে কেন্দ্র গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে অনুরোধ করেছি এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি।