পরীক্ষার্থী আত্মহত্যার ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ

দেশ জনপদ ডেস্ক | ১৮:২২, অক্টোবর ২৫ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ দীর্ঘ দিনের প্রেমের সম্পর্কের মধ্যে প্রেমিকের মায়ের গালমন্দ সইতে না পেরে এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করায় মামলা হয়েছে। সোমবার এ পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। সোমবার দুপুরে তিনজনকে আসামি করে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা করেন মৃত জরিনার (ছদ্মনাম) মা নাজমা বেগম। আদালত ওই মামলায় পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। মামলার আসামিরা হলো, মো: সজিব (২০), বাবা আলমগীর হোসেন (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগম (৪০)। মামলার আইনজীবী মনোজ কুমার বলেন, ২০ অক্টোবর বুধবার বরগুনার পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাদ্য গুদামের পশ্চিম পাশের বাড়িতে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জরিনা (১৫)। ওই ঘটনার আগের দিন জরিনাকে একই এলাকার আলমগীরের স্ত্রী মাজেদা বেগম তাদের বাড়িতে ডেকে নিয়ে তার ছেলের সাথে সম্পর্ক না রাখতে বলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন। পরের দিন অভিমান করে নিজের ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন জরিনা। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।