ববিতে গুচ্ছ পরীক্ষায় অনুপস্থিত ২২৪জন

দেশ জনপদ ডেস্ক | ২০:২০, অক্টোবর ১৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিনিধি॥ গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭ অক্টোবর রোববার দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘ক’ ইউনিট বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ‘ক’ ইউনিটে ৩ হাজার ৪৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩ হাজার ২৩৪ জন। এর মধ্যে ২২৪ জন অনুপস্থিত ছিলো। সেই হিসেবে উপস্থিতির হার ছিলো ৯৩ দশমিক ৫ শতাংশ। এবারই প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হচ্ছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মোঃ ছাদেকুল আরেফিন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি গুচ্ছে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একটি পরীক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে। এতে শিক্ষার্থীদের আর্থিক মানসিক কষ্ট লাঘব হবে। আমরা সর্বোচ্চ সর্তকতা সাথে ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সকল বিশ্ববিদ্যালয়ের প্রতি আহŸান জানিয়ে তিনি বলেন, আগামীতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছে পরীক্ষা নিলে শিক্ষার্থীদের কষ্ট লাঘব আরো ত্বরান্বিত হবে। এদিকে ২০ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা- অবিভাবকেরা উচ্ছ¡াস, আশঙ্কা উভয়ই প্রকাশ করেছে। শিক্ষার্থীরা জানান, গুচ্ছ পদ্ধতি তাদের কষ্ট লাঘব হয়েছে। একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে ২০ টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ রয়েছে। কিন্তু কোন কারণে যদি পরীক্ষা খারাপ হয়ে যায় তাহলে ২০ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তির স্বপ্ন একবারে ধূলিসাৎ হয়ে যাবে। গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ায় আঞ্চলিকতার প্রভাব বাড়বে বলে মনে করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী ইলিয়াস মাহমুদ বলেন, গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে আঞ্চলিকতার প্রভাব বাড়বে।