কলাপাড়ার ধুলাসারে চাল নিয়ে চালবাজি

দেশ জনপদ ডেস্ক | ১৯:২২, অক্টোবর ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়ার ধুলাসার ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত ১০ টাকা কেজির চাল বিতরনে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ধুলাসার ইউনিয়নের দুস্থ মানুষের মাধ্যে ১০ টাকার চাল বিতরণ করেন অসাধু ডিলার নুরুল হুদা। এই খাই খাই ডিলারের খপ্পরে পরে দিশেহারা ঐ এলাকার অসহায় কার্ডধারী মানুষ। সরকার নির্ধারিত মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার চাল বিতরনে কথা থাকলে ঐ অসাধু ডিলার ১৬ অক্টোবর শনিবার ৩০ কেজির পরিবর্তে ২৫ কেজি বিতরন করেন। ভুক্তভোগী অসহায় ফেয়ারপ্রাইজ কার্ডধারী অনেকেই কান্না বিজড়িত কন্ঠে বলেন প্রধানমন্ত্রী আমাদের ১০ টাকা কেজি হারে চাল দিয়েছেন এই অসাধু ডিলার আমাদের কাছ থেকে ৩০০ টাকা রেখে ৩০ কেজি চাল দেয়ার কথা বলে ২৫ কেজি করে দিয়ে বুজ দিয়ে দেয়। আমরা যাতে সঠিক ভাবে চাল পেতে পারি তার ব্যাবস্থার জন্য অনুরোধ জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত নুরুল হুদা চাল বিতরণের বিষয়টি অস্বীকার করে বলেন আপনি কোথায়? আমি আপনার কাছে আসতে আছি বলে কথা অন্যদিকে ঘুরিয়ে নেয়। এ ব্যাপারে ঐ ডিলারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ট্যাগ অফিসার ধুলাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন জানান, আজকের চাল বিতরণের বিষয়টি আমি জানিনা তবে মঙ্গল, বুধ,বৃহস্পতিবার বিতরণ করার কথা। তবে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান মোহাম্মদ শহিদুল হক জানান, বিষয়টি আপনার মাধ্যমে জানলাম তবে উপজেলা খাদ্য কর্মকর্তাকে ব্যাবস্থা নেয়ার জন্য বলেদিচ্ছি।