বরগুনার মা ইলিশ সংরক্ষণ অভিযানে সফল ; বরাদ্দের চাল না পাওয়া জেলে ক্ষোভ

দেশ জনপদ ডেস্ক | ১৭:০৭, অক্টোবর ০৯ ২০২১ মিনিট

  মোঃ ওমর ফারুক সাবু,  নিজস্ব প্রতিবেদক ॥ " বাবা ঐ নৌকা-জাল তরে তোলা, কিস্তিতে জাল কেনা, সপ্তাহ অন্তর কিস্তিয়ালা হাজির হয় টাকা দেন, সমনে মোগো পুজা, নাতিরা কান্দে জামা দেও, হাতে পয়সা নাই, ঘরে নাই খোরাক, ২০ কেজি চাউল পাইলেও একটু আসান হয় মোগো" - কান্না জাড়িত কন্ঠ এভাবেই বলছিলেন বরগুনা জেলার বামনা উপজেলার জেলে পল্লীর ষাটোর্ধ বিধবা কল্পনা রানী। ২২ দিন অবরোধ চলাকালীন বামনা উপজেলার ১২৫০ জেলে পরিবারের বরাদ্দের চাল নিয়ে এমন অভিযোগ প্রায় সকল জেলেরই। উপজেলা প্রশাসন হতে জানা যায়- ৪ - ২৫ অক্টোবর ২০২১ এ ২২ দিন মা ইলিশসহ মৎস্য সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন এ পর্যন্ত ৭টি মোবাইল কোর্ট ও ১৩ টি অভিযান পরিচালনা করে প্রায় ২৫০০০ বঃ মিটারের এগারো লক্ষ টাকা মূল্যের বিভিন্ন জাল জব্দ ও বিনষ্ট করতে সক্ষম হয়েছে। তবে এ অভিযান চলমান থাকবে ২৫ অক্টোবর পর্যন্ত এবং ১২৫০ জেলে পরিবারে ২০ কেজি চাল দেয়া হবে। জেলে পরিবারে চাল বিতরণের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তপন কুমার বেপারী আমাদর সময় কে বলেন- উপজেলার ৪ ইউনিয়নের ১২৫০ জেলে পরিবারের জন্য ২৫ মেট্রিকটন চাল বরাদ্দ হয়েছে। সরকারের নির্দশনা রয়েছে দ্রুত জেলে পরিবারে চাল বিতরণ নিশ্চিত করতে হবে। আমরা চেয়ারম্যানদের সাথে যোগাযোগ অব্যহত রাখছি। চলতি সপ্তাহের মধ্যেই চাল বিতরণ নিশ্চিত করা হবে বলে চেয়ারম্যানগন অবহিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবেক সরকার বলেন- মা ইলিশ সংরক্ষণে নিষিদ্ধ ২২ দিন কার্যক্রম বাস্তবায়নে জন্য উপজেলার ১২৫০ জেলে পরিবারে ভিজিএফ চালের বিষয়ে ৪ অক্টোবর জিও দিয়েছি। উপজেলা টাক্সফোর্স কমিটির মিটংয়ে ও ব্যক্তিগত ভাবে উপজেলার ৪ জন চেয়ারম্যানদের অবরোধকালীন সময়ের মধ্য বাধ্যতামূলক ভাবে ১২৫০ জেলে পরিবারে ২০ কেজি চাল বিতরণ নিশ্চিত করতে হবে। ৭ অক্টোবর পুনরায় চেয়ারম্যানগনকে চালের বিষয়ে জানতে চাইলে তারা চলতি সপ্তাহের মধ্যেই জেলে পরিবারে চাল বিতরণ নিশ্চিত করবেন বলে অবহিত করেন। দ্রুত চাল বিতরণের বিষয়টি নিশ্চিত করনে আমার কঠোর নির্দেষনা ও তদারকি অব্যহত থাকবে। সদর ইউনিয়ন চেয়ারম্যান অ্যাড. কামরুজ্জামান বলেন- উপজেলা প্রশাসন আমাদের জেলে পরিবারে ২০ কজি চাল দ্রুত বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন ; চলতি সপ্তাহেই চাল বিতরন করা হবে।