বরিশালে ই-নামজারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩০, অক্টোবর ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশালে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ই-নামজারি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এ-টু-আই ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগীতায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) গৌতম বাড়ৈ। উপস্থিত ছিলেন এ-টু-আই প্রকল্পের ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন সোশালিস্ট উপসচিব মো. দৌলতুজ্জামান খান, উপ-সচিব মো. শামসুজ্জামান, জেলা প্রশাসনের আরডিসি নুসরাত জাহান, গৌরনদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান প্রিন্স, কাজী মুহাইমিনুল ইসলামসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানে ই-নামজারি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা।