লালমোহনে আইন শৃঙ্খলা সংক্রান্ত মাসিক সমন্বয় সভায় অপরাধ নির্মূলে অভিযান বৃদ্ধির দাবী

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩০, অক্টোবর ০৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ লালমোহনে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, চরভূতা ইউপি চেয়ারম্যান টিটব প্রমূখ। আলোচনা সভায় জানানো হয়, লালমোহন উপজেলার আইন শৃঙ্খলা আগের তুলনায় এখন অনেক ভালো রয়েছে। আরো ভালো রাখার জন্য সকলের সহয়োগিতা করতে হবে। তবে রাতে পুলিশের টহল বাড়াতে হবে, মাদকের বিরুদ্ধে আরো অভিযান চালাতে হবে, বিশেষ করে কিছু কিছু নেশার স্পট রয়েছে সেখানে নিয়মিত অভিযান চালাতে হবে, অবৈধ যানের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো উচিত, বর্তমানে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের মৎস্য অভিযান চলছে এজন্য সকলকে বিশেষ করে নদী সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণের সহযোগিতা করতে হবে। যাতে কোন জেলে নদীতে মাছ ধরতে না যায়। বাল্য বিবাহ বন্ধ করার সকলকে চোখ কান খোলা রাখতে হবে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা তাই ইভটিজিং হতে পারে এজন্য পুলিশ প্রশাসনসহ সবাইকে এগিয়ে আসতে হবে। সভায় লালমোহন উপজেলায় কর্মরত সকল অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।