ঝালকাঠিতে ৩ আসামি ২ দিনের রিমান্ডে

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫০, অক্টোবর ০৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির রাজাপুরে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা ও একটি ডাকাতি মামলায় গ্রেফতার তিন আসামিকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক তারেক শামস এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২ অক্টোবর বিকেলে কাঁঠালিয়া উপজেলার ছোট কৈখালী গ্রামে ডাকাতি মামলার আসামি ধরতে গিয়ে হামলার শিকার হন রাজাপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল হালিম তালুকদার ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো: নুরুজ্জামান। রাতে তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ কাঁঠালিয়া থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এরপর পুলিশ রাতেই পাঁচজনকে গ্রেফতার করে। এদের মধ্যে ছোট কৈখালী গ্রামের আবুল কালাম হাওলাদার, মো: তায়েফ ও মো: স্বপনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পায় পুলিশ। রাজাপুর থানার পুলিশ তিনজনকেই দুপুরেই থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর রাজাপুরের গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামে মো: ফরিদ খন্দকারের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় পরের দিন ১৬ সেপ্টেম্বর রাজাপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন ভুক্তভোগী। সেই মামলার সূত্রধরে তদন্তে নামে পুলিশ। তদন্তের একপর্যায়ে বেড়িয়ে আসে পাশের কাঁঠালিয়া উপজেলা ছোট কৈখালী গ্রামের আবুল কালামসহ কয়েকজনের নাম। বিষয়টি খতিয়ে দেখতে ২ অক্টোবর সাদা পোশাকে আবুল কালামের বাড়িতে যায় রাজাপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) আবদুল হালিম তালুকদার ও সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো: নুরুজ্জামান। এ সময় বাড়ির ও আশপাশের অর্ধ শতাধিক লোক পুলিশের ওপর হামলা চালায়।