আমতলীতে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখায় ৫০ হাজার টাকা জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ২০:০৮, অক্টোবর ০৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥  আমতলীতে সোমবার সকালে একেস্কুল সড়কে বিসমিল্লাহ ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখায় ফার্মেসীর মালিক মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরগুনার সহকারী পরিচালক মো. সেলিম । গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরগুনার সহকারী পরিচালক মো. সেলিম এর নেতৃত্বে র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মো. মতিয়ার রহমানের সহযোগিতায় সোমবার সকাল সোয়া ১১ টার সময় আমতলী একেস্কুল সড়কের বিসমিল্লাহ ফার্মেসীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন ওষুধ পাওয়ায় যায়। মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখায় মালিক মো. মাসুদ রানাকে ৫০ জাহার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন বরগুনার সহকারী পরিচালক মো. সেলিম। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়দের অভিযোগ মেয়াদ উত্তীর্ন ওষুধসহ বিসমিললাহ ফার্মেসিতে বিভিন্ন কোম্পানীর নকল ওষুদও বিক্রি করা হয়।