পটুয়াখালীতে ২৮ প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুঝুঁকি নিয়ে পাঠদান

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৫, সেপ্টেম্বর ২১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পটুয়াখালীর বাউফলে ২৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মৃত্যুঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে। বেশিরভাগ ঝুঁকিপূর্ণ বিদ্যালয় নির্মাণ করা হয়েছে ২০ বছরের মধ্যে। এত অল্প সময়ে বিদ্যালয়গুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় এর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠেছে। নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার ও সিডিউল অনুযায়ী কাজ না করায় দ্রুততম সময়ের মধ্যে প্রতিটি বিদ্যালয় ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। তৎকালীন নির্মাতা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তাকে জবাবদিহিতার আওতায় এনে ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলো পুনরায় নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী। উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮৩নং উত্তর কর্পূরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায়, ২০০১ সালে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট নির্মিত ভবনটির কলাম ফেটে রড বেরিয়ে গেছে। এই ঝুঁকিপূর্ণ ভবনটির ওপরেই ২০১২ সালে দ্বিতীয় তলায় শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়। বর্তমানে প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে বিদ্যালয়ে পাঠদান করা হচ্ছে। বিদ্যালয়ের অভিভাবক রিয়াজ মোল্লা, ওহাব সিকদার ও সিরাজুল হক মুন্সি বলেন, শ্রেণিকক্ষের সামনে গেলে ভয়ে গা শিউরে ওঠে। ফাটা কলাম দেখে মনে হয় এখনই ভবনটি ধসে যাবে। তারা বলেন, ভবনটির বেজমেন্ট নির্মাণের সময় সিডিউল মানা হয়নি। এ ছাড়া নিম্নমানের উপকরণ দিয়ে নির্মাণকাজ করায় কয়েক বছর পরই কলাম ফেটে রড বেরিয়ে গেছে। এ বিষয়ে ঠিকাদার ও তদারকি কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন তারা। এ ছাড়া মৃত্যুঝুঁকি নিয়ে পাঠদান করা হচ্ছে উত্তর-পূর্ব দাসপাড়া আমেনা খাতুন, কালাইয়া কোটপাড়, দক্ষিণ পোণাহুড়া, পশ্চিম মাঝপাড়া, তেরঘর, মধ্য যৌতা, পূর্ব যৌতা, উত্তর মমিনপুর এএইচ, কেশবপুর আদর্শ, দক্ষিণ গোসিংগা আব্দুল কাদের, ভাংড়া ভিডিসি, পশ্চিম ভরিপাশা, মমিনপুর, ধাউড়াভাঙা, পশ্চিম কাছিপাড়া, চাঁদকাঠি, মেহেন্দিপুর, পশ্চিম কেশবপুর, সুলতানাবাদ উত্তর নাজিরপুর, মধ্য কর্পূরকাঠি, পূর্ব রাজাপুর দীঘিরপাড়, দীঘিরপাড় এসডিও, দক্ষিণ মাধবপুর, পশ্চিম কায়না, মধ্য ঘুরচাকাঠি ও জামালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক বলেন, ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।