দুই যুবলীগ নেতার মারামারি, অন্তঃসত্ত্বাসহ আহত ৫

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩৮, সেপ্টেম্বর ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ রাজনৈতিক ও ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় যুবলীগের দুই নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তঃসত্ত্বা নারী ও ১৩ মাসের শিশুসহ আহত হয়েছেন অন্তত ৫ জন। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জন দশমিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতির পরিবেশ। আহত উপজেলা যুবলীগ নেতা মো. মেহেদি হাসান সেরনিয়াবাদ দাবি করেন, শুক্রবার পটুয়াখালী জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সূত্র ধরে উপজেলার আলীপুরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবু বক্কর মোল্লার সঙ্গে কথা তার কথাকাটাকাটি হয়। এ নিয়ে ঘটনার দিন সকালে তার সঙ্গে আবু বক্করের পুনরায় কথাকাটাকাটি ও মারামারি হয়। হাসানের অভিযোগ, আবু বক্কর মোল্লা ৮-১০ জন লোক নিয়ে তাকে ও তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী কাকলি আক্তার (২৬) ও ১৩ মাসের শিশুসন্তান মোরসালিনকে বেদম মারধর করে। অন্যদিকে ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আবু বক্কর মোল্লার অভিযোগ, তিনি ভাইস চেয়ারম্যান নাসির পালোয়ানের অনুসারী। পটুয়াখালীর বর্ধিত সভা ও ইউপি নির্বাচনের ক্ষোভের সূত্র ধরে ঘটনার দিন হাসান তার স্ত্রী সনিয়াকে (২২) মারধর ও সাইফুল (২১) নামে এক খালাতো ভাইয়ের মাথা ফাটিয়েছে। আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করা হবে বলে তিনি জানান। দশমিনা থানার ওসি মো. জসিম জানান, কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।