লঞ্চে পরিত্যক্ত স্কুলব্যাগে মিললো ৩ হরিণের চামড়া

দেশ জনপদ ডেস্ক | ১৮:৩২, আগস্ট ৩১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরগুনার তালতলীতে লঞ্চ থেকে তিনটি হরিণের চামড়া জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম মোহাম্মদ। কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার সকালে পাথরঘাটা থেকে এফবি পাথরঘাটা নামের একটি ছোট লঞ্চ যাত্রী নিয়ে তালতলী উপজেলার জয়ালভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে লঞ্চটি জয়ালভাঙ্গায় পৌঁছায়। গোপন সংবাদের ভিত্তিতে তালতলীর ছকিনা ও পাথরঘাটা কোস্টগার্ডের দুটি টিম জয়ালভাঙ্গায় অবস্থানরত লঞ্চটিতে অভিযান চালায়। স্টেশন কমান্ডার ফাহিম বলেন, পাথরঘাটা থেকে লঞ্চযোগে তালতলীর উদ্দেশে হরিণের চামড়া ও মাংস পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কন্টিনজেন্ট কমান্ডার সাজুর নেতৃত্বে কোস্ট গার্ডের দুটি টিম জয়ালভাঙ্গা এলাকায় লঞ্চে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগ থেকে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উদ্ধার হওয়া চামড়া তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।