পিরোজপুরে প্রতিমা ভাঙচুর, থানায় মামলা

দেশ জনপদ ডেস্ক | ১৮:৫৬, আগস্ট ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় একটি মন্দিরের চারটি প্রতিমা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার (২৭ আগস্ট) রাতে নেছারাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার কৈয়ারখাল গ্রামের একটি মন্দিরের শীতলা, কালী, মনসা ও ঠাকুরঝি প্রতিমা ভেঙে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ভোরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। রাতে স্থানীয় বিজিপভূষণ মিস্ত্রি বাদী হয়ে নেছারাবাদ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িতদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে।