মঠবাড়িয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৭, আগস্ট ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ম দূর করি, এ প্রতিপাদ্য নিয়ে মঠবাড়িয়া সাংবাদিকদের সঙ্গে উপজেলা মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগস্ট) ১২টায় মৎস্য অফিসের সভাকক্ষে সাংংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) সৈয়দ নজরুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা সাবিহা খাতুন ও স্থানীয় এবং জাতীয় দৈনিকের কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন । সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জানা নজরুল ইসলাম জানান, ২৮ অাগস্ট থেকে ৩ সেপ্টম্বর সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচিকে সফল করার আহ্বান জানান এবং সাংংবাদিকদের সহযোগিতা কামনা করেন।