ভাষানচরের মূর্তিমান আতঙ্কের আরেক নাম চুন্নু চেয়ারম্যান

দেশ জনপদ ডেস্ক | ২০:৪২, আগস্ট ১৯ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার মেহেন্দীগঞ্জের ভাষানচরের মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে তিনবারের নির্বচিত চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু। মেহেন্দীগঞ্জের আলোচিত ৫মার্ডার এর অন্যতম আসামী চুন্নুর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছে এলাকার সাধারন জনতা। এমনকি নিজ দলীয় কর্মীরাও রেহাই পাচ্ছে না চুন্নুর অত্যাচার থেকে। এলাকায় গঠন করেছেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। চুন্নু চেয়ারম্যানের এ সন্ত্রসী বাহিনীতে স্থানীয় যুবকদের নান প্রলোভন দেখিয়ে অথবা হত্যার হুমকি দিয়ে যোগ দিতে বাধ্য করছেন। চুন্নুর এমন আগ্রাসনের শিকার আনিচ মাতুব্বর। স্থানীয় ভাষাই মাতুব্বরের ছেলে আনিচকে দির্ঘ দিন যাবত চুন্নু তার সন্ত্রাসী বাহিনীতে যোগ দিতে বিভিন্ন প্রলোভন দেখায়। কিন্ত আনিচ রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি দেয় চুন্নু। এরই ধারাবাহিকতায় চুন্নু তারসন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালায় আনিচের উপর। আনিচের স্ত্রী কাকলী বেগম জানান, চুন্নু চেয়ারম্যান দীর্ঘদিন যাবত তার স্বমী আনিচ কে তার সন্ত্রাস বাহিনীতে যোগ দিতে বলেন। কিন্তু আমার স্বামী রাজি না হওয়ায় তাকে হত্যার হুমকি দেয়। এক পর্যায় আমার ছেলেকে মারধর করে চুন্নু ও তার সন্ত্রাসী বাহিনী। চুন্নু বাহিনী হামলায় আরো আহত হয়েছে, মোঃ আলতাফের ছেলে ইউসুব, মোঃ হনিফের ছেলে শাহীন। চুন্নু চেয়ারম্যনের অত্যাচার থেকে রেহাই পাচ্ছে না তার দলীয় নেতা কর্মীরাও। ভাষানচর ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি রশিদ হাওলাদার বলেন, চুন্নু চেয়ারম্যানের অত্যাচার দিন বেরেই চলেছে। তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন কাজ থেকে মোটা অংকের টাকা নেন। বাড়তি টাকা না দিলে কোন কাগজ পাওয়া যায় না। ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহ আলম মাতুব্বর বলেন, চুন্নুর অপকর্মের বিরুদ্ধে কথা বলতে গেলে হামলা মামলার শিকার হতে হয়। আরেক আলী'নেতা কাইয়ুম খান বলেন, চুন্নু চেয়ারম্যানের অত্যাচার থেকে কেউ রেহাই পাচ্ছে না। ভাষানচর ইউনিয়নের সাবেক ছাত্রলীগ সভাপতি ও বর্তমান স্বেচ্ছসেবক লীগের সভাপতি রাকিব হোসেন বলেন, চুন্নু চেয়ারম্যান প্রকাশ্যে বলে আমি তিন বার ভোট কিনে টাকা দিয় চেয়ারম্যান হয়েছি। কারো সমস্যার কথা শোনার সময় আমার নেই। কেউ পারলে আমার কিছু করুক। এ সকল অভিযোগ অশিকার করে চুন্নু চেয়ারম্যান বলেন, আমি তিনবার নির্বচনে জয়ী হয়েছি। তাই আমার বিরোধী দলের লোকজন আমাকে নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।