নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে যুবলীগ নেতার মৃত্যু

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪০, জুলাই ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠির নলছিটিতে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে উপজেলা মেম্বরস ফোরামের সভাপতি, রানাপাশা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহম্মদ জহিরুল ইসলাম নান্টু (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই )দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বাড়ি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে। তিনি ওই এলাকার বর্তমান ইউপি সদস্য। রিয়াজ নামের এক কলেজ শিক্ষার্থী জানান, মেম্বার নির্বাচনের দিন থেকেই অসুস্থ ছিলেন। এবং জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। এরপর তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, তার শরীরে করোনা ভাইরাসের সবগুলো উপসর্গ ছিল। রানাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহাজাহান হাওলাদার জানান, জহিরুল ইসলাম নান্টু মেম্বার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার করোনা পজিটিভ ছিলো কিনা তা সঠিক আমি জানি না তবে শুনছি তার মৃত্যু করোনা ওয়ার্ডেই হয়েছে। নলছিটি শাবাব ফাউন্ডেশন যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত আলম জানান, নান্টু মেম্বারের দাফন সম্পন্ন করার জন্য আমাদের খবর দেওয়া হয়েছে। আমাদের টিম লাশ দাফন করানোর জন্য প্রস্তুতি নিচ্ছি।