করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন ওবায়দুল কাদের

দেশ জনপদ ডেস্ক | ১৬:০৮, মে ১০ ২০২১ মিনিট

রিপোর্ট দেশ জনপদ ॥ বাংলাদেশে এরইমধ্যে শনাক্ত হয়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন)। সম্প্রতি সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের বিষয়টি জানায়। এবার করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে সতর্ক করলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেসবুকে আজ সোমবার তিনি লিখেেছেন, সবাই সাবধান হোন। করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বেশি বিপজ্জনক। উল্লেখ্য, ভারতীয় ভেরিয়েন্ট যাতে বাংলাদেশে ছড়াতে না পারে সে জন্য গত ২৬ এপ্রিল থেকে সীমান্ত বন্ধ রেখেছে বাংলাদেশ। এর মধ্যেই গত শনিবার দেশে ভারতীয় ভেরিয়েন্ট বহনকারী করোনা রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানিয়েছেন, ‘আইইডিসিআর ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটজনের নমুনা পরীক্ষা করে দুটি নিশ্চিত ভারতীয় ভেরিয়েন্ট ও চারটি ভারতীয় ভেরিয়েন্টের কাছাকাছি ভেরিয়েন্ট শনাক্ত করেছে।’