বরগুনায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

দেশ জনপদ ডেস্ক | ১৫:১১, এপ্রিল ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার বেতাগীতে গ্রামের হতদরিদ্র মানুষদের কাছে ১০ টাকা কেজিতে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি কালে মাপে কম দেয়া ও বিতরণে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ডিলার মো. আসাদুজ্জামান ছগির সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে ফুলতলা বাজারে চাল বিক্রি শুরু করেন। জনপ্রতি ৩০ কেজি চাল দেয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ২৫ কেজি। এমন অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার সরেজমিনে গিয়ে চাল বিক্রি বন্ধ করে দেন। চাল বিক্রি বন্ধ করার আগ পর্যন্ত এ কেন্দ্র থেকে বুধবার ৫ নং ওয়ার্ডের ৬২ জনের কাছে চাল বিক্রি করা হয়। এতে মাত্র কয়েক ঘণ্টায় ৩১০ কেজি আত্মসাৎ করেছে বলে ভুক্তভোগীরা জানান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটায় উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান ও সাংবাদিকদের উপস্থিতে ডিলারকে সঠিক মাপে চাল প্রদানের নির্দেশনা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, এর আগেও সে একাধিকবার চাল আত্মসাৎ করে। যা নিয়ে স্থানীয়দের সাথে বাক-বিতণ্ডার সৃষ্টি হয়। ইতোপূর্বেও কালোবাজারে ১০টা কেজি দরের চাল বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার ডিলারশীপ বহাল রাখা হয়। এছাড়াও লকডাউনের আগেই ১৩ এপ্রিল চাল বিতরণের সরকারি নির্দেশনা থাকলেও বিলম্বিত করে তা বিতরণ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. সুহৃদ সালেহীন বলেন, ঘটনাটি সত্য, তাই চাল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে পুনরায় সঠিক মাপে চাল বিক্রি করার নির্দেশ দিয়েছি।