বরিশালের রাস্তাঘাট ফাঁকা থাকলেও বাজারে ব্যাপক ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

দেশ জনপদ ডেস্ক | ১৫:১১, এপ্রিল ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ লকডাউনের তৃতীয় দিন শুক্রবার (১৬ এপ্রিল) বরিশালের বাজারগুলোতে ব্যাপক ভিড় দেখা গেছে। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হয়েছে। নগরীর সদর রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউসহ অন্যান্য এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রধান প্রধান রাস্তাঘাট অনেকাংশ জনশূন্য। তবে গত দুই দিনের চেয়ে তৃতীয় দিনে নগরীতে রিকসা চলাচল কিছুটা বেড়েছে। এদিকে, লকডাউনসহ স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দু'টি ভ্রাম্যমাণ আদালত। করোনা সংক্রমণ রোধে সরকারের ৭ দিনের লকডাউন ভালোভাবেই চলছে বরিশালে। তবে শুক্রবার সকালে বরিশাল নগরীর পোর্ট রোড, মৎস্য আড়ত, বাজার রোডসহ প্রতিটি বাজার ছিলো ক্রেতায় ঠাসা। এসব বাজারে গায়ে ধাক্কা লাগিয়ে কিংবা গা ঘেষে কেনাকাটা করতে দেখা গেছে অনেককে। মাস্ক না পড়া স্বাস্থ্য বিধি মানতে বেশ অনীহা তাদের। যদিও নানা অজুহাত দিয়েছেন তারা। এদিকে, নগরীর সদর রোড, চকবাজার, ফজলুল হক এভিনিউসহ প্রধান প্রধান বানিজ্যিক এলাকার দোকানপাঠ বন্ধ রয়েছে। প্রধান প্রধান রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। তবে গত দুই দিনের চেয়ে তৃতীয় দিন পুলিশের শিথিলতায় নগরীতে রিকসা চলাচল কিছুটা বেড়েছে। অপরদিকে, লকডাউনসহ স্বাস্থ্যবিধি রক্ষায় শুক্রবার নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের দু'টি ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরূপম মজুমদারের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ৫ ব্যক্তিকে ২ হাজার ৩০০ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালত ৩টি প্রতিষ্ঠানকে ৬০০ টাকা জরিমানা করেন। সরকারের নির্দেশনা বাস্তাবয়নসহ জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস।