হিজলায় অভয়াশ্রমে মাছ শিকারের অপরাধে ২ জেলের কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ২০:১১, মার্চ ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের হিজলা উপজেলা কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিমের অভিযানে মাছ ধরার অপরাধে অবৈধ (৬ মার্চ) শনিবার দিবাগত রাতে কারেন্ট জালসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হিজলা কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ মাহাবুব আলম। কোস্টগার্ড স্টেশন কমান্ডার মোঃ মাহাবুব আলম জানান, অভয়আশ্রমে মাছ ধরার অভিযোগে বরিশালের হিজলা থানাধীন বিভিন্ন স্থানে বরিশাল কোস্টগার্ডের বিসিজি স্টেশান টিম অভিযান চালায়। এ সময় বরিশালের হিজলা থানার দুর্গাপুর এলাকার মেঘনা নদী থেকে অবৈধ ১২ হাজার মিটার কারেন্ট জালসহ ২ জেলেকে আটক করা হয়। পরবর্তীতে হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ২ জেলেকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।