নলছিটি থানায় ‘আনন্দ উদযাপন’

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩২, মার্চ ০৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  ঐতিহাসিক ৭ মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসঙ্ঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে সারাদেশের ন্যায় আনন্দ উদযাপন করেছে ঝালকাঠির নলছিটি থানা পুলিশ। নানা আয়োজনের মধ্যে শেখ মুজিবুর রহমানকে স্মরণ, আলোচনা সভা, প্রীতিভোজ ও মিষ্টি বিতরণ। রোববার (৭ মার্চ) বিকেল ৩টায় নলছিটি থানা চত্বরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রশান্ত কুমার দে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নবনির্বাচিত পৌর মেয়র আ. ওয়াহেদ খান, পরিদর্শক (তদন্ত) এইচ. এম মাহমুদ, মোল্লারহাট (নলছিটি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শহীদ উল্লাহ, কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম আকতারুজ্জামান বাচ্চু, নবনির্বাচিত পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, মো. মামুন মাহমুদ, মো. পলাশ তালুকদার, রেজাউল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনার্ধন দাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।