হিজলায় ব্রীজ তো নয়, যেন মরণফাঁদ!

দেশ জনপদ ডেস্ক | ১৮:৪৫, মার্চ ০৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের হিজলা উপজেলাধীন গুয়াবাড়ীয়া ইউনিয়নের কাজী বাড়ী সংলগ্ন নরসিংহপুর থেকে পশ্চিম কোড়ালিয়া গ্রামে যাওয়ার ব্রীজটি শিশু শিক্ষার্থীসহ সকলের জন্য এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রীজটি দিয়ে পার হয়ে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের স্কুলে যেতে হয়। দীর্ঘ প্রায় ৮ বছর অবহেলায় পরে থাকা এ ব্রীজটি দিয়ে কয়েকটি গ্রামের লোকজনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যাতায়াতের সময় এ পর্যন্ত বেশ কয়েকটি দূর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন এলাকাবাসি। অভিভাবকদের অভিযোগ, তাদের ছেলে-মেয়েরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এ ব্রীজটি পার হয়ে স্কুল কলেজে যাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিশু শিক্ষার্থীদের জন্য এখন মরণফাঁদে পরিনত হয়েছে । স্থানীয় ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, নরসিংহপুর থেকে পশ্চিম কোড়ালিয়া গ্রামে যাওয়ার ব্রীজটি শিশু শিক্ষার্থীসহ সকলের জন্য এখন মরণফাঁদে পরিনত হয়েছে। প্রতিদিন কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীরা এ ব্রীজটি দিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করে। আমি এ ব্রীজটির জন্য (পিআইও) অফিসে আবেদন করেছি।