চেক প্রতারণায় এডভোকেট লিখনের ৫ মাস কারাদণ্ড

দেশ জনপদ ডেস্ক | ০২:২২, মার্চ ০২ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। চেক দিয়ে প্রতারণার অপরাধে এডভোকেট এইচ এম আলম রশিদ লিখনকে ৫ মাস  কারাদন্ড সহ চেকের সমপরিমাণ টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গত ২৮ ফেব্রুয়ারী  রোববার ৪র্থ যুগ্ম জজ আদালতের বিচারক মোহাম্মদ কামাল খান আসামীর অনুপস্থিতিতে এ দন্ড দেন। রায়ের সময় পলাতক থাকায় আসামীর বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারী পরোয়ানা জারি করে আদালত। দন্ডিত লিখন বরগুনা জেলার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। আদালত সূত্র জানায়, লিখনের বিরুদ্ধে ২০১৯ সালের ১৭ অক্টোবর আদালতে মামলা দায়ের করেন বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের চর আইচা গ্রামের বাসিন্দা মশিউর রহমান। অভিযোগে তিনি বলেন, আসামী লিখন তার পূর্ব পরিচিত হওয়ার সুবাদে ২০১৯ সালের ২৪ মে ৪ লাখ ৮৫ হাজার টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধে ২০১৯ সালের ৩০ জুলাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেক দেয়। চেকটি ২৯ আগস্ট ব্যাংকে জমা দেয়া হলে লিখনের হিসাব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এরপর ২ সেপ্টেম্বর আইনী নোটিশ দেয়ার পরও সে টাকা ফেরত দেয়নি। এরপর লিখনের বিরুদ্ধে চেক প্রতারনার মামলা দায়ের করা হয়।মামলায় দায়েরকৃত অভিযোগ প্রমানিত হলে আদালত ১ জনের সাক্ষ্য গ্রহণ করে তার বিরুদ্ধে ওই সাজা প্রদানের আদেশ দেওয়া হয়। রায়ের সময় আসামী লিখন পলাতক ছিলেন।