চরফ্যাশন পৌরসভার মেয়র আ.লীগের মোরশেদ

কামরুন নাহার | ১৯:৫৮, ফেব্রুয়ারি ২৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ১৪ হাজার ৯১৮ ভোট পেয়ে প্রথম বারের মতো মেয়র নির্বাচিত হলেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা প্রতীক) মো. মোরশেদ। হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শরীফ হোসেন পেয়েছেন ৭৮৮ ভোট। এখানে বিএনপির প্রার্থী হুমায়ুন কবির পেয়ছেন ৭৪৬ ভোট। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধায় ভোটগননা শেষে রির্টানিং অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে। ভোলার চরফ্যাশন সহকারী রির্টানিং অফিসার রফিকুল ইসলাম  বলেন, এ পৌরসভায় ৫৯ দশমিক ৭৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে। চরফ্যাশন পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডে স্বপন চৌধুরী, ২ নম্বর ওয়ার্ডে মো. মফিজ, ৩ নম্বর ওয়ার্ডে আ. মতিন, ৪ নম্বর ওয়ার্ডে আকতারুল আলম সামু, ৫ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে মনির হোসেন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), ৭ নম্বর ওয়ার্ডে মোস্তাহিদুল হক, ৮ নম্বর ওয়ার্ডে ছিদ্দিকুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মঞ্জু জয়ী হয়েছেন। এ পৌরসভায় সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২, ৩ নম্বর ওয়ার্ড থেকে ফরিদা পারভিন, ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড থেকে রেজোয়ানা পারভীন (বিনা প্রতিদ্বন্দ্বিতা) ও ৭, ৮, ৯ থেকে জাহানারা বেগম জয়ী হয়েছেন।