পিরোজপুরে ১২ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন দৌড়

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৩, ফেব্রুয়ারি ২৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরে প্রায় ১২ হাজার প্রতিযোগীদের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। জানা গেছে, জেলার সদর উপজেলাসহ জেলার ৭টি উপজেলায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ১২ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। এতে প্রায় ২ হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী, ৬ হাজার স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। এতে জেলার মঠবাড়িয়া উপজেলায় সবচেয়ে বেশি সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করেন। মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক জানান, ওই উপজেলার প্রায় ৩ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। এদের মধ্যে প্রায় ৪ শত নারী প্রতিযোগী রয়েছেন। নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, উপজেলার ১৫শ প্রতিযোগী অনলাইনে তাদের নিবন্ধন করলেও আরো প্রায় ৪/৫ শত প্রতিযোগী কোনো রেজিস্ট্রেশন ছাড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জানা গেছে, জেলার সদর উপজেলায় জেলা স্টেডিয়াম থেকে, নাজিরপুরে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম, মঠবাড়িয়ায় উপজেলা পরিষদ, কাউখালী বাসস্ট্যান্ড, নেছারাবাদে ব্রহ্মণকাঠীর লহ্মণকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইন্দুরকানীতে উপজেলা পরিষদ ও ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।