সমাজের অসংগতি দূর করতে এসেছে “ব্যাড বয়”

দেশ জনপদ ডেস্ক | ১৭:১১, ফেব্রুয়ারি ২৩ ২০২১ মিনিট

সামির সুমন, নিজস্ব প্রতিবেদক।। সম্প্রতি মুক্তি পেয়েছে -টিম চিলেকোঠার প্রযোজনায়, চিলেকোঠা এন্টারটেইনমেন্ট ব্যানারে, সাকির লিমুন ও স্বর্না অভিনীত সিরিজ "ব্যাড বয়" Chapter-1 সাব্বির মুন্না'র রচনা ও চিত্রগ্রাহনে, শাহাজাদা কবীর শুভ'র পরিচালনায় এই সিরিজে তুলে ধরা হয়েছে সমাজের সকল অসংগতির বিরুদ্ধে প্রতিবাদি ছন্নছাড়া এক বাউণ্ডুলে যুবক বিবি ভাইকে। সমাজের যে ছেলেটা খারাপ সে ছেলেটা চাইলেও একটা সমাজকে সুন্দর করতে পারে এটাই এই সিরিজের মুল উদ্দেশ্য। এই সিরিজে আরোও অভিনয় করেছেন আহম্মেদ রাকা, সোয়েব, ইসমাইল আরমান, সামির সুমন, সাদমান জিহাদ প্রমুখ। পরিচালক সাহাজাদা শুভ কবির জানান এই সিরিজটি তিনি বিনা পারিশ্রমিকে তৈরি করছেন। শুধু তাই নয় এই সিরিজের কোনো অভিনেতা, অভিনেত্রী বা কলাকৌশলী কোনো রকমের পারিশ্রমিক নেন নি। কারন, সিরিজটি তৈরি করা হয়েছে পথশিশুদের উন্নয়নে। এই সিরিজ থেকে যে অর্থ আয় হবে তা সম্পূর্ণ পথশিশুদের উন্নয়নে ব্যায় করা হবে জানিয়েছেন টিম চিলেকোঠার চ্যায়ারম্যান সাব্বির মুন্না। তিনি আহব্বান জানিয়েছেন ব্যাড বয় সিরিজি সবাইকে দেখার জন্য এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি জানিয়েছেন ব্যাড বয় Chapter 2 নিয়ে প্রি-প্রোডাকশন এর কাজ চলছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পহেলা বৈশাখে ই মুক্তি পাবে ব্যাড বয় Chapter 2 সিরিজের প্রধান চরিত্র সাকির লিমুন জানিয়েছেন এই সিরিজে কাজ করতে পেরে তিনি মন থেকে আত্মতৃপ্তি পেয়েছেন ও পরবর্তী সিরিজের স্ক্রিপ্ট হাতে পেয়েছেন এবং আশা করছেন পরবর্তী সিরিজ আরোও ধামাকা হবে। তিনি সাবাইকে BAD BOY এর সাথে থাকার আহবান জানিয়েছেন। লিংক BAD BOY chapter 1 https://youtu.be/WsT8dATCfpE