বাবুগঞ্জে ৩ নারীকে কুপিয়ে ও পিটিয়ে জখমের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

দেশ জনপদ ডেস্ক | ১৯:১১, ফেব্রুয়ারি ২০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রানু বেগম (৪৫), খাদিজা আক্তার (১৭), সাথি আক্তার (২৫) নামের ৩ নারী আহত হয়েছে। গত বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে টার দিকে উপজেলার গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন রাতেই জমির প্রকৃত মালিক আবুল হোসেন বরিশার মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। লিখিত অভিযোগে মোঃ বাবুল ইসলাম (৩৫), মোসাঃ হাফিজা বেগম (৩৭), মোসা বিউটি বেগম (৪০), মোসাঃ সুমা আক্তার (৩০), সাইদুল ইসলাম (২৫), মোঃ বাচ্চু হাং (৫০), এমাঃ বাপ্পি (১৯), মোঃ সালাম হাং (৫০)কে অভিযুক্ত করা হয়। লিখিত অভিযোগে সূত্রে জানা যায়- বাবুগঞ্জ উপজেলার গাজীপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের পৈত্রিক সূত্রে পাওয়া ৮৮ শতাংশ জমি বিবাদীগন দীর্ঘদিন যাবত দখলের পায়তারা চালাচ্ছিল। হঠাৎ বিবাদীরা ওই জমিতে পাকা ঘড় নির্মাণ করতে গেলে বিবাদীগন আবুল হোসেন ও তার পরিবারকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেয়। পরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় শালিস বৈঠকের ব্যবস্থা করা হয়। শালিস বৈঠকের মধ্যেই বিবাদী সাইদুল ইসলামরে নির্দেশে মোসাঃ হাফিজা বেগম ধারালো অস্ত্র নিয়ে রানু বেগমে মাথায় কোপ দিলে তা ঠেকাতে গেলে তার হাতে লেগে জখম হয়। হামলার খবর শুনে তার মেয়ে সাথি আক্তার ও ছোট ভাইয়ে মেয়ে খাদিজা আক্তার এগিয়ে এলে তাদের এলোপাথারি কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এসময় খাদিজা আক্তারের গলায় থাকা স্বর্ণের চেইন মোসা বিউটি বেগম ছিনিয়ে নিয়ে যায়। অপরদিকে সাথি আক্তারে কানে থাকা স্বর্ণের দুল মোসাঃ সুমা আক্তার ছিনিয়ে নেয়। এমনকি বিবাদী মোঃ বাবুল ইসলাম বাদী আবুল হোসেনকে বেধরক মারধর করে। পরে তাদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বিবাদীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে থানা পুলিশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে আবুল হোসন বলেন, শালিস বৈঠকের মাধ্যমে আমরা জমির ফিরে পেতে চেয়েছিলাম। কিন্তু তা আর হলো না। আমি এই হামলার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে বরিশার মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহিদ বিন আলম বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।’