গৌরনদীতে বাল্যবিয়ে প্রতিরোধে এডভোকেসি সভা

কামরুন নাহার | ১৯:৩০, ফেব্রুয়ারি ১৮ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ “নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” শ্লোগানকে সামনে রেখে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এডভোকেসি সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। বরিশালের গৌরনদী উপজেলার সিসিডিবি’র হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্লাটফরমের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার লিটু চট্টপাধ্যায়, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, রুপান্তরের মনিটরিং অফিসার মোস্তাফিজুর রহমান। স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাস, রুপান্তর ও যশোর রাইটস্ এর যৌথ আয়োজনে ও ইউএসএআইডি, ইউকেএইডের যৌথ অর্থায়নে এবং কাউন্টারপার্ট ইন্টারন্যাশন্যালের সহযোগিতায় সভায় প্লাটফরমের সদস্য সচিব ও এইড’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আভাসের প্রজেক্ট অফিসার নাসরিন খানম, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিশ মারান্ডী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, নতুন দিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার, নিকাহ রেজিস্টার আবুল খায়ের, সমাজ সেবক মনোজ কুমার গোমস্তা, নারী নেত্রী মাধুরী রানী দাস, রুশিয়া বেগম, প্রিয়া দেবনাথ প্রমুখ। শেষে স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা আভাসের নির্বাহী পরিচালক নারী নেত্রী রহিমা সুলতানা কাজলের সুস্থতা কামনা করে দোয়া-মোনোজাত করা হয়।