বঙ্গোপসাগরে ডাকাতের কবলে ১২ জেলে

দেশ জনপদ ডেস্ক | ১৯:২৮, ফেব্রুয়ারি ১৭ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর রুপারচর সংলগ্ন পূর্ব-পশ্চিম বঙ্গোপসাগরে জেলেদের ট্রলারে ডাকাতির হয়েছে। এ সময় ডাকাত দল ১২ জেলেকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে মারধর করে জাল ও মাছসহ ট্রলার নিয়ে তাদের অন্য একটি বোটে তুলে দেয়। মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির শিকার হন ওই জেলেরা। তবে বুধবার সকালে জেলেরা স্থলে এসে পৌঁছেছে। এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ডাকাতের কবলে পরা রাঙ্গাবালী উপজেলার খালগোরা ভাই ভাই ফিশিংয়ের মালিক ঝন্টু হাওলাদার জানান, জসিম মাঝির নেতৃত্বে ১২ জন জেলে ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে ইলিশ শিকারে যান। জেলেরা সোনারচর অতিক্রম করে রুপারচর সংলগ্ন জলসীমানায় পৌঁছালে ফাইবার বোট নিয়ে সাত থেকে আট ডাকাত দল তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে মারধর করে ট্রলারসহ সকল মালামাল লুটে নেয়। এ সময় ডাকাত দল ১২ জেলেকে অপর একটি বোটে উঠিয়ে দিয়ে তারা মধ্যসাগরে চলে যান। পরদিন বুধবার সকালে সাগরে ভাসমান জেলেদের স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় রাঙ্গাবালী থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।