উজিরপুরে বাল্য বিবাহের হিড়িক

দেশ জনপদ ডেস্ক | ১৯:১৯, ফেব্রুয়ারি ১৬ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশালের উজিরপুরে প্রশাসনকে ফাঁিক দিয়ে একের পর এক চলছে বাল্য বিবাহ,যেন দেখার কেউ নেই। প্রায়ই শুনা যাচ্ছে উপজেলার প্রায় এলাকায় চলছে বাল্য বিবাহ। এরমধ্যে কালিহাতায় বাল্য বিবাহে নেই কোন বাধা নিষেধ। প্রায় হচ্ছে বাল্য বিবাহ। বর্তমানে উকিল নোটারির মাধ্যমে ভিন্ন পন্থায় হচ্ছে একাধিক বাল্য বিবাহ। বিভিন্ন এলাকার স্কুল, মাদ্রাসার ৯ম, ১০ম শ্রেনীতে পরুয়া ছাত্র-ছাত্রীরা প্রেমের সম্পর্কে জড়িয়ে লাপাত্তা হয়। এরপর অভিবাবকরা কিছুদিনের মধ্যে খুজে বের করে উভয় পক্ষ মিলে আনুষ্ঠানিক ভাবে তাদের বিবাহ দেয়। আর কতিপয় নিকাহ রেজিষ্টারদের পাওয়া যায় হাতের নাগালে। বিবাহের কথা শুনলেই তারা ছুটে যায় ঘটনাস্থল। ধরা বাধা কোন বয়সের প্রয়োজন হয়না তাদের। বাড়তি টাকা দিলেই বাল্য বিবাহে থাকেনা বাধা নিষেধ। স্থানীয় সুত্রে আরো জানা যায়- বর্তমানে কতিপয় নিকাহ রেজিষ্টাররা দুটি রেজিষ্টার বই ব্যবহার করে। প্রাপ্ত বয়স হলে তাদের নাম বালামে অর্ন্তভুক্ত হয়। অপাপ্ত বয়স হলে নাম বালামে অন্তর্ভুক্ত করেননা তারা। ধোকা দিয়ে ভ‚য়া রেজিষ্টার খাতা ব্যবহার করছে। একাধিক ব্যাক্তি জানান সুচতুর নিকাহ রেজিষ্টাররা বয়স গোপন রেখে জন্ম নিমন্ধন ছাড়াই অহর অহর বাল্য বিবাহ পরাচ্ছেন। সুযোগ পেয়ে অসচেতন অভিবাবকরা তাদের নাবালিকা ছেলে-মেয়েদের বিবাহ দিচ্ছে। উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাসের হস্তক্ষেপ কামনা করেছেনে সচেতন মহল।