কাউখালীতে ভালোবাসা দিবসে চরবাসি শিশুরা মেতেছিলো আনন্দে

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩০, ফেব্রুয়ারি ১৪ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের কাউখালীতে বিশ্ব ভালোবাসা দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে চরবাসি শিশুদের ক্রীড়া ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ সন্ধ্যা নদীর আমরাজুড়ি আশ্রয়ণে আশ্রিত শিশুরা ফাগুন রাঙা ভালোবাসায় ক্রীড়া অনুষ্ঠান এবং প্রতি ভোজে অংশ নেয়। এ আবাসনে আশ্রিত ২০০ পরিবারের শিশুদের নিয়ে ভালোবাসা দিবসে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানাগেছে, ভালোবাসা দিবসে শিশুদের শুভেচ্ছা বিনিময় শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ , প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া আবাসনের আশ্রিত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে সন্ধ্যান নদীতে নৌকা ভ্রমনের আয়োজন করেন কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠানা আঃ লতিফ খসরু এ সময় শিশুরা নেচে গেয়ে হই হুল্লুর করে দিনটি উদযাপন করে । শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংগ্রহণকারি শিশুদেও মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে কাউখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহাম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম সাইফুল ইসলাম, সমাজ সেবক আ: লতিফ খসরুসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আবাসনে বসবাসরত শিশুদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।