কলাপাড়ায় যুবলীগের দুই নেতাকে বহিস্কার

দেশ জনপদ ডেস্ক | ২১:১৬, ফেব্রুয়ারি ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষ কাজ করায় যুবলীগের দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখা ও মহিপুর থানা শাখা পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক আলহাজ্জ এ্যাড. মো. আরিফুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক এ্যাড. মো. মহীদুল ইসলাম শহীদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আওয়ামীলীগ থেকে কলাপাড়া পৌরসভা নির্বাচনে বিপুল চন্দ্র হাওলাদারকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেয়। কিন্তু বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি, কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আ’লীগের বিদ্রোহী প্রার্থীর দিদার উদ্দিন আহম্মেদ মাসুমের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কারনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আসলাম হাওলাদারকে বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে বহিস্কার করা হয়েছে। অপর দিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান আকন ও যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য মো.ফারুক হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে কলাপাড়া উপজেলা ও পটুয়াখালী জেলা যুবলীগের সুপারিশ মোতাবেক মো.ফারুক হাওলাদারকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহিপুর থানা শাখার সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।