কাউখালীতে ব্রীজের নির্মাণ স্থগিত কাজ পুনরায় শুরু করার দাবিতে অবস্থান কর্মসূচী

দেশ জনপদ ডেস্ক | ১৭:২৯, ফেব্রুয়ারি ১৩ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥  পিরোজপুরের কাউখালীতে উপজেলার এস.বি সরকারি বালিকা বিদ্যালয়ের সংলগ্ন কচুয়াকাঠী খালের উপরে আর.সি.সি গার্ডার ব্রীজটির নির্মান কাজ শুরু হয়েও মাঝপথে থেমে যায়। জনগুরুত্বপূর্ণ এই ব্রীজটির কাজ পুনরায় শুরু করার দাবিতে কাউখালী উন্নয়ন পরিষদের উদ্দ্যোগে শনিবার সকালে ব্রীজের পাদদেশে স্থানীয় জনগন, ব্যবসায়ীসহ সর্বশ্রেণীর মানুষ ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করে। উন্নয়ন পরিষদের সভাপতি আঃ লতিফ খসরু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা মনোয়ার হোসেন মিয়া, সাবেক ছাত্রলীগ নেতা পলাশ সিকদার, ছাত্রনেতা কামরুল খান, ইউপি সদস্য নেপাল চন্দ্র দে, মহিলা ইউপি সদস্য ঝর্না রানী, স্থানীয় ব্যবসায়ী অরবিন্দ সিকদার, সাবেক ইউপি সদস্য মোঃ মাহামুদুল খালেক সাবুর, পল্লী চিকিৎসক দিপেন রায় প্রমুখ। বক্তারা জরুরী ভিত্তিতে ব্রীজের কাজ শুরু না হলে আগামীতে কঠোর কর্মসূচী দিবেন বলে হুশিয়ারী উচ্চারণ করেন। উল্লেখ্য ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ঐশি এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে গত জুলাই-২০২০ মাসে ব্রীজের নির্মাণ কাজ শুরু হয়ে জুলাই-২০২১ মাসে শেষ হওয়ার কথা থাকলেও সামান্য কাজ হওয়ার পরে অজানা কারণে বন্ধ রয়েছে।