বরিশালে মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৪৯, ফেব্রুয়ারি ১১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল নগরীর মাদক বিরোধী সংগঠন নিউ লাইফের পক্ষ থেকে তিন শতাধিক দুস্থ ও আসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু উদ্যানে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এ সময় জেলা প্রশাসক জসীম উদ্দীন হয়দার অসহায় দৃস্থদের বলেন, আজ আপনারা যে মাটির দাড়িয়ে আছেন সেই মাটির মানচিত্র এনে দিতে জাতীর জনক বঙ্গবন্ধুর ১৪টি বছর অন্ধকার কারাগারে থাকতে হয়েছে। আজ তারই সুযোগ্য কণ্যা শেখ হাসিনা দেশের প্রতিটি অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি জমি ও গৃহহীনদের জমি ও ঘড়ের ব্যবস্থা করে দিয়েছেন। আজ নিউ লাইফ যে মহৎ কাজটি করছেন সামনে তারা অসহায়দের পাশে দাড়াবেন এখানে আমার জেলা প্রশাসক হিসাবে কোন হলে আমাকে স্মরণ করলে আমি আপনাদের পাশে এসে দাড়াব। তিনি আরো বলেন, আজ এখানে যারা এই সামান্য শীতবস্ত্র নিতে এসেছেন তাদের পরিবারে যদি কেহ মাদকাশক্ত থাকেন তাদেরকে সে পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আর আপনারা সকলেই মাদককে না বলবেন। পরিশেষে তিনি নিউ লাইফের ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কাজী মিরাজ মাহমুদ,নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রত দাশ বিশ্বাস, বিসিসি ১০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ কবীর, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারন সম্পাদক শেখর দাস, নিউ লাইফ ব্যবস্থপনা পরিচালক মোঃ গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক ইয়াসির আরাফাত বাদশা, রিপন শারিয়ার, ইনজামুল হক শুভ, শাওন খান প্রমুখ। পরে প্রধান অতিথি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার দুস্থ অসহায়দের হাতে শীতবস্ত্র তুলে দেন।