বাউফলে মাশরুমের খামার ভেঙ্গে যাওয়ায় হতাশাগ্রস্থ উদ্যোক্তা

দেশ জনপদ ডেস্ক | ২০:০১, ফেব্রুয়ারি ০৯ ২০২১ মিনিট

মোঃ দুলাল হোসাইন, নিজস্ব প্রতিবেদক॥তরুন উদ্যোক্তার সাজানো স্বপ্ন নিমেষের পথে।আত্মপ্রত্যয়ী যুবক অতিউর রহমান ওরফে মিলন (৩৪) (এম.কম)চাকুরি না নিয়ে মাশরুম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছিলেন। সবকিছু ঠিকঠাক মত শুরুও করেছিলেন। যখন সফলতার দাড়প্রান্তে ঠিক তখনই মাশরুমের খামারটি ভেঙে তাঁর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার ০১ নং কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামে। গত সোমবার দুপুরে আকস্মিকভাবে তাঁর মাশরুমের খামারটি ভেঙে পড়েছে। মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা যায়,একদিকে খামারের মধ্যে থেকে মাশরুম চাষের সিলিণ্ডার সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে ভেঙে পড়া মাশরুম চাষের ঘরটি পুনরায় নির্মাণের জন্য কাজ করছেন কয়েকজন শ্রমিক। এতে স্থানীয় লোকজন সহযোগিতা করছেন। স্থানীয় বাসিন্দা ও অতিউরের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে,মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়ে গত বছরের আগষ্ট মাসের শুরুতে কারখানা গ্রামের নিজ বাড়িতে মাশরুম চাষ শুরু করেন উচ্চ শিক্ষত যুবক অতিউর। শুরুতে তিনি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে সাড়ে ১২ লাখ বিনিয়োগ করেছেন। তাঁর খামারে গত অক্টোবর মাস থেকে মাশরুমের উৎপাদন শুরু হয়। প্রতিনিয়ত উৎপাদন বৃদ্ধি পেতে শুরু করে। প্রতিদিন তিনি নিজেই বিভিন্ন হাট বাজারে মাশরুম বিক্রির জন্য নিয়ে যান। প্রতি কেজি তিনশত টাকা ধরে বিক্রি করতেন। গত সোমবারও তিনি পনের কেজি মাশরুম নিয়ে উপজেলা সদরে যান। দুপুর ১২ টার দিকে খবর পান তাঁর মাশরুমের খামারটি ভেঙে পড়েছে। এমন খবর শুনে তিনি উপজেলা চত্বরে হাউমাউ করে কাঁদতে থাকেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়েন। অতিউরের স্ত্রী মোসা. আয়শা (২৯) বলেন, গতকাল (সোমবার) মাশরুমের উৎপাদন ছিল সবচেয়ে বেশি। আর সোমবার দুপুরে হঠাৎ বাতাসের গতি বেড়ে যায়। মাশরুমের ভার ও বাতাসের গতি এই দুই কারণে খামারটি ভেঙে পড়েছে। অতিউর বলেন, ওয়েষ্টার জাতের মাশরুম চাষ করার পর কেবল ফলন আসতে শুরু করেছে। বাজারজাত করার জন্য আমি প্রতিনিয়ত মাশরুম নিয়ে বিভিন্ন হাট-বাজারে যাচ্ছি। খামারটি ভেঙে যাওয়ায় আমার সব শেষ হয়ে গেল। এ ক্ষতি পুষিয়ে নিতে হলে আমাকে আবার নতুনভাবে শুরু করতে হবে।