বরিশালে ছাত্রদলের নবগঠিত কমিটি থেকে ১২ জনের পদত্যাগ

দেশ জনপদ ডেস্ক | ১৯:৩১, ফেব্রুয়ারি ০১ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল সরকারি বিএম কলেজ ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটির ১২ সদস্য পদত্যাগ করেছেন। যোগ্য ও ত্যাগী ছাত্র নেতাদের মূল্যায়ন না করে অছাত্র ও বিবাহিতদের হাতে কমিটির নেতৃত্ব দেয়ায় পদত্যাগ করেন তারা। আজ সোমবার বেলা ১২টায় বরিশাল নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে বিএম কলেজ ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। তারা তাদের পদত্যাগপত্র বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বরিশাল বিভাগীয় টিম প্রধান বরাবর প্রেরণ করেছেন। পদত্যাগকারীরা হলেন- ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. খালেদ হোসেন বাবর, মো. ইলিয়াস হোসেন, এস.এম শামীম রেজা শুভ, মো. আশিকুল ইসলাম শাহীন ও নাহিদ সরোয়ার এবং সদস্য মো. আরিফুর রহমান, সিরাজুল ইসলাম রাতুল, নুরুল্লাহ মোমিন, জহির রায়হান, মাহমুদুল হাসান রাসেল, মমি সিকদার ও রুহুল আমিন। সংবাদ সম্মেলনে নবগঠিত আহবায়ক কমিটি থেকে পদত্যাগকারী যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস হোসেন লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ দিন পর বরিশাল সরকারি বিএম কলেজে ছাত্রদলের কমিটি দেয়া হয়েছে। ছাত্রদলের আন্দোলন-সংগ্রাম ও দলের দুঃসময়ে রাজপথের কান্ডারীদের আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্ত না করে সেখানে নারী কেলেঙ্ককারী সাথে জড়িত এবং বিএম কলেজের সাথে কোন সম্পৃক্ততা নেই এমন সব ছাত্রদের অন্তর্ভূক্ত করে একটি তথাকথিত কমিটি করা হয়েছে। তারা বিতর্কিত এই কমিটি প্রত্যাখ্যান করে নতুন কমিটি গঠনের দাবি জানান। এসময় পদত্যাগকারী সকলে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে, গত ৭ জানুয়ারী মাজাহারুল ইসলাম বাবুকে আহ্বায়ক এবং সজল তালুকদারকে সদস্য সচিব বিএম কলেজ ছাত্রদলের ২১ সদস্যের কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।