কাউখালীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

দেশ জনপদ ডেস্ক | ১৬:৩৯, জানুয়ারি ১০ ২০২১ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের কাউখালীতে পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত। আজ রবিবার সকালে থানা প্রাঙ্গনে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে কাউখালী থানার ওসি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান বলেন, পুলিশ বাহিনী অপরাধীদের বন্ধু হতে পারে না। তিনি আরও বলেন, পুলিশি সেবা নিয়ে মানুষের কাছে যেতে চাই। এছাড়া আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নেছারাবাদ সার্কেল মোঃ রিয়াজ হোসেন, কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার হাদিয়া, ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, ইউপি চেয়ারম্যান শেখ সামচ্ছোদ্দোহা চাঁন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার সিকদার, বীর মুক্তিযোদ্ধা এবিএম শাহজাহান, জাতীয় পার্টি জেপি’র সাধারণ সম্পাদক শাহ আলম নসু, মহিলা পরিষদের সভানেত্রী সুনন্দা সমদ্দার, সাংবাদিক রতন কুমার দাস, ইউপি সদস্য রুবেল রিয়াজী প্রমুখ। ওপেন হাউসে ডে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা উপজেলা এবং আইনশৃঙ্খলার সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সমস্যাগুলো দ্রুত সমাধানের কথা জানান পুলিশ সুপার। এসময় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।