মুলাদী পৌরসভার অস্বচ্ছল-প্রতিবন্ধী সহ বিভিন্ন অসহায় মানুষের মাঝে ভাতা প্রদান

দেশ জনপদ ডেস্ক | ২১:৪৪, নভেম্বর ২২ ২০২০ মিনিট

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদী পৌরসভার বয়স্ক, বিধবা ও স্বামী হারা দুঃস্থ মহিলা, অসচ্ছল প্রতিবন্ধী ১৫০জনের মাঝে ভাতা প্রদান করা হয়। গতকাল রবিবার বেলা ১১টায় মুলাদী পৌরসভার ডাঃ আঃ রাজ্জাক ভুলু মিলনায়তনে অনুষ্ঠিত ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র শফিক উজ্জামান রুবেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি তথা আমার পরিবারের কেউ কোন রকন দুর্নীতির সাথে যুক্ত নয়, দশটি বছর আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, আসন্ন পৌরসভা নির্বাচনে আপনারা আবার যদি আমাকে ভোট নিয়ে নির্বাচিত করেন তাহলে মুলাদী পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে পারবো। তিনি আরও বলেন, মুলাদী পৌরসভায় ৫৫০টি পরিবারকে গভীর নলকূপ দেয়া হয়েছে, বর্তমানে সাপ্লাইয়ের মাধ্যমে পানি সরবরাহের কাজ চলছে এবং ৩২টি সড়ক নির্মাণের কাজের ওয়ার্ড অর্ডার সম্পন্ন করা হয়েছে যার মধ্যে ৮/৯টির কাজ ইতি মধ্যে সম্পন্ন হয়েছে। ভাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার, পৌর সচিব শফিউল আলম, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক কাউন্সিলর আরিফ হোসেন সরদার, পৌর প্যানেল মেয়র আঃ রব, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, কাউন্সিলর বারেক সরদার, জাহাঙ্গীর হোসেন, মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আলী হোসেন সিকদার, মাষ্টার মোকসেদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগ নেতা শাহ আলম মিঠু হাওলাদার, যুবলীগ নেতা কাজী কামাল হোসেন, বাবুল চৌকিদার, সুজিৎ দত্ত, জেলা ছাত্রলীগ নেতা জহির মল্লিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।