ইরানের আরেক সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

কামরুন নাহার | ২০:০৭, জানুয়ারি ১৮ ২০২০ মিনিট

রিপোর্ট দেশ জনপদ \ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্র“পের প্রধান ব্রায়ান হুক সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞার ব্যাপারটি অবহিত করেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আরেকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার হিসেবে কর্মরত ওই কর্মকর্তার নাম হাসান শাহভারপুর। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্র“পের প্রধান ব্রায়ান হুক নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞার বিষয়ে ব্রায়ান হুক সংবাদ সম্মেলনে জানান, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর মাহশারে সরকার বিরোধী বিক্ষোভে দমন-নিপীড়ন চালানোর কারণে হাসান শাহভারপুরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। তার অভিযোগ ওই সেনা কর্মকর্তার নেতৃত্বাধীন ইউনিট সেখানে দমন-পীড়নে নেতৃত্ব দিয়েছে। তিনি আরও জানান, বিক্ষুব্ধ ইরানিদের উপর দমন-পীড়ন চালানো হচ্ছে এমন ৮৮ হাজার ছবি ও ফুটেজ তাদের হাতে আছে। এগুলো বিশ্লেষণ করে দোষীদের সনাক্ত করে তারা নিষেধাজ্ঞা আরোপ করছেন। উল্লেখ্য, গত নভেম্বরে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইরানে ব্যাপক বিক্ষোভ হয়। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। গণমাধ্যমগুলো দাবি করে বিক্ষোভে অন্তত একশ মানুষ প্রাণ হারান। তখন বিক্ষোভ দমনে সেনাবাহিনীর হস্তক্ষেপের অভিযোগ এনে কয়েকজন সেনা কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাছাড়া বিক্ষোভ দমন করতে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় ইরানের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ অযারি জাহরোমির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।