মুলাদীতে যুবদলের নিন্দা ও প্রতিবাদ

দেশ জনপদ ডেস্ক | ২৩:২৬, নভেম্বর ১৪ ২০২০ মিনিট

মুলাদী প্রতিনিধি ॥ ভোট কারচুপির মাধ্যমে অবৈধভাবে ঢাকা-১৮ সংসদীয় আসনের উপ নির্বাচনে নিজেদের প্রার্থীকে বিজয়ী করার পরেও জনগনের দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার উদ্যেশ্যে গাড়ীতে অগ্নিসংযোগের মিথ্যা মামলায় বিএনপির, যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবকদলসহ সংগঠনের শতশত নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মুলাদী যুবদলের নেতৃবৃন্দরা। এসময় আরো প্রতিবাদ জানিয়েছেন বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাড. তরিকুল ইসলাম দিপু, মুলাদী পৌর বিএনপির সহ-সভাপতি সিকদার আলমগীর, মুলাদী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক একে আজাজ কালাম খান, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক আল মামুন সিকদার, শাহাবুদ্দিন মুন্সি, পৌর যুবদলের আহবায়ক আনিসুর রহমান আলাল, সিনিয়র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, মিন্টু রাড়ী, সাবেক কাউন্সিলর কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, রোকনুজ্জামান রোকন, কাজিরচর ইউনিয়ন যুবদল সম্পাদক তোফাজ্জেল হোসেন তোতা হাওলাদার, চরকালেখান সভাপতি আব্দুর রব আকন, নাজিরপুর ইউনিয়ন সভাপতি রিয়াজ সিকদার, সম্পাদক আসাদুজ্জামান, মুলাদী সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাবিব সরদার, বাটামারা ইউনিয়ন সভাপতি লিটন সিকদার, গাছুয়া ইউনিয়ন যুগ্ন-আহবায়ক সিহাব হাওলাদার, রাকিবুল ইসলাম নিপু সিকদার, উপজেলা যুবদল নেতা রাশেদুল ইসলাম মাতুব্বর, সোহেল সরদার, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক রোকনুজ্জামান মোল্লা, যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম ফালান হাওলাদার, রাজিব হাওলাদার, উপজেলা ছাত্রদল নেতা হেমায়েত উদ্দিন হাওলাদার, রিয়াজ হাওলাদার, ফিরোজ হাওলাদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।