ঝালকাঠিতে ছাত্র অধিকার পরিষদের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ॥

দেশ জনপদ ডেস্ক | ১৬:৪৩, নভেম্বর ১৪ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ ঝালকাঠি ইকোপার্কে ছাত্র অধিকার পরিষদের কর্মী সভায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ছাত্র অধিকার পরিষদের ৪ কর্মী আহত হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাদের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল বিএম কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজিউর রহমান নাজি জানান, শুক্রবার জুমার নামাজের আগে ঝালকাঠির এন এইচ কামিল মাদ্রাসার মুসল্লিদের মাঝে মাস্ক বিতরণ করে ঝালকাঠি জেলা ছাত্র অধিকার পরিষদ। বিকেলে তারা ঝালকাঠি ইকো পার্কে এক কর্মী সভার আয়োজন করে।তিনি আরও জানান, সভা চলাকালে পুলিশ এসে বাধা দেয়। পুলিশের উপস্থিতিতেই সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাদিমের নেতৃত্বে কয়েকজন লাঠিসোটা নিয়ে আকস্মিক তাদের উপর হামলা চালায়। এতে আবু সাইদ মুসা, ফয়সাল আহমেদ, রনি খন্দকার এবং আরিফুল ইসলাম অভি নামে চারজন আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় আবু সাইদ মুসা ও ফয়সাল আহমেদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, ইকোপার্কে ছাত্র অধিকার পরিষদের একটি কর্মী সভার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ সেখানে গিয়ে কাউকে পায়নি। হামলার বিষয়ে কিছুই জানা নেই পুলিশের।