আমতলীতে ভোক্তা অধিকারের জরিমানা

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৩, নভেম্বর ১১ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ আমতলী সদর রোডের ইউএনও অফিস গেট সংলগ্ন মোল্লা সুপার শপে গতকাল বুধবার সকাল ১১ টায় র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের ডিএডি মোফাচ্ছেল এর সহযোগিতায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং পণ্যের গায়ে নিজের ইচ্ছামত মূল্য নির্ধারণ করে ট্যাগ লাগিয়ে গ্রাহকের নিকট তা অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে দোকানের মালিক মোঃ আনিস মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সেলিম আহম্মেদ ৬০ হাজার টাকা জরিমানা করেন। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ সেলিম আহম্মেদ বলেন, মানুষ যাতে নিরাপদ এবং ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন সে জন্য অসাধু দোকান মালিকদের বিরুদ্ধে পর্যায়ক্রমে আমতলীর বিভিন্ন দোকানে আরো অভিযান পরিচালনা করা হবে।