বরিশালে ছিনতাই মামলায় কারাভোগকারী ইউপি চেয়ারম্যান বরখাস্ত॥

দেশ জনপদ ডেস্ক | ১৭:৪৬, নভেম্বর ১০ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক কাউন্টার শ্রমিককে মারধর করে আড়াই লাখ টাকা ছিনতাই মামলায় কারাভোগকারী সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামাল হোসেন লিটন মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন। লিটন মোল্লা কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গতকাল সোমবার বিকেলে চেয়ারম্যান লিটন মোল্লাকে সাময়িক বরখাস্ত করা হয়। লিটন মোল্লা যেদিন কারাগারে গিয়েছিলেন সেদিন থেকে এই আদেশ কার্যকর হবে। তার অনুপস্থিতে ১নম্বর প্যানেল চেয়ারম্যানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে প্রসঙ্গত, বরিশাল-ঢাকা সহ দূরপাল্লার বিভিন্ন রুটে চলাচল করা গোল্ডেন লাইন পরিবহনের নথুল্লাবাদ বাস টার্মিনালের ম্যানেজার শহিদুল ইসলামের প্রতি মাসে ২৫ হাজার টাকা করে চাঁদা দাবি করেন লিটন মোল্লা। এরপর থেকে লিটনের সন্ত্রাসী বাহিনী গোল্ডেন লাইন কাউন্টারে এসে ম্যানেজারকে হয়রানি শুরু করেন। বাসে যাত্রী তুলতে গেলে তারা বাধা দেয়। ভয়ভীতি দেখিয়ে কয়েক মাস দাবীকৃত চাঁদার টাকাও নেয় লিটনের সন্ত্রাসী বাহিনী।করোনার কারণে যাত্রী না থাকায় পরিবহনের আয় কমে যায়। এ কারণে মে ও জুন দুই মাস চাঁদার টাকা দিতে না পারায় গত ২২ জুলাই রাত ১২টার দিকে ম্যানেজার শহিদুল ইসলামকে বেদম মারধর করে লিটন মোল্লা ও তার সহযোগীরা। এ সময় তার সাথে থাকা গোল্ডেন লাইন পরিবহন কোম্পানির দুই লাখ ৪৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে টার্মিনালে দায়িত্বরত পুলিশ সদস্যরা শহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় ২৩ জুলাই এয়ারপোর্ট থানায় মামলা করেন শহিদুল ইসলাম। মামলার পর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয় লিটন মোল্লাকে। তবে তিনি আদালতে হাজির না হয়ে পলাতক ছিলেন। এ কারণে তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। গত ২৭ আগস্ট লিটন মোল্লা আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন। পরবর্তীতে লিটন মোল্লা জামিনে মুক্ত হন।