বাইডেনকে কেন অভিনন্দন জানায়নি চীন?

দেশ জনপদ ডেস্ক | ১৮:১৭, নভেম্বর ০৯ ২০২০ মিনিট

রিপোর্ট দেশজনপদ ॥জয়ের জন্য নির্ধারিত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোটের বেশি তথা ২৮৪টি পেয়েছেন জো বাইডেন। এরপর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন বার্তা পেয়েছেন তিনি। কিন্তু ব্যতিক্রম চীন। আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট জো বাইডেনকে এখনও আনুষ্ঠানিক অভিনন্দন জানায়নি জিনপিং সরকার। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমেরিকায় প্রেডিডেন্ট নির্বাচনের ফলাফল সরকারিভাবে এখনও নির্ধারিত হয়নি। তাই জয়ের জন্য বাইডেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হচ্ছে না। এমনকি, বিদায়ী প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচনী প্রক্রিয়ায় ত্রুটি ও কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।  তিনি বলেন, ‘আমেরিকায় আইন ও পদ্ধতি অনুযায়ী নির্বাচনী ফলাফল নির্ধারিত হবে। আমরা সেই অনুযায়ী পদক্ষেপ (অভিনন্দন জানানো) নেব।’