ভান্ডারিয়ায় হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের মানবন্ধন ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত॥

দেশ জনপদ ডেস্ক | ১৭:৫৪, নভেম্বর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ সোমবার ০৯ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটের সময় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের আয়োজনে মানবন্ধন ও প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হয়। সাম্প্রদায়িকতা রুখো— বীর বাঙ্গালী জাগো শ্লোগানে ঘন্টা ব্যাপী মানবন্ধন ও প্রতিবাদ পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ,মোঃ ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার,উপজেলা (জেপি)র সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃগোলাম সরোয়ার জোমাদ্দার, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি খান মোঃ রুস্তম আলী, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কিরন চন্দ্র বসু ও সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার দাস,পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু সুকুমার দাস, সাংস্কৃতিক সম্পাদক নান্টু সিংহ, প্রচার সম্পাদক সণ্ঞ্জয় মালাকার ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক, সুদীপ কুমার। বক্তারা তাদের বক্তব্যে বলেন বাংলাদেশ সকল ধর্মের মানুষের সম্প্রীতি বজায় রেখে অসম্প্রদায়িক মানুষিকতার উর্ধে থেকে জীবন যাপন করে আসছে। কিন্তু বর্তমান সময়ে মুরাদনগর পার্বতীপুরের ঘটনার আড়ালে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল ধর্মীয় মৌলবাদের উত্থানের চেষ্টা করে যাচ্ছে। পার্বতীপুর তার উদাহরণ। সাধারন ধর্মপ্রান মানুষের মাঝে ফেইসবুক আইডি থেকে ধর্মীয় উস্কানি মূলক পোস্ট দিয়ে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নেয়ার জন্য একটি মহল স্বাধীনতার পর থেকেই চেষ্টা করে যাচ্ছে।তার ধারাবাহিকতায় মুসলিম, হিন্দু ,বৌদ্ধ, খৃস্টান ধর্মের ঐক্য নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। তাই বক্তারা সরকারের প্রতি আহবান জানান যাতে সঠিক ব্যবস্থা গ্রহনের মাধ্যমে শত বছরের পুরোনো ধর্মীয় সম্প্রীতির বজায় থাকে।মানবন্ধনে সকলের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করে মানবন্ধন ও প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করেন হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বাবু কিরন চন্দ্র বসু।