বরিশালে কৃষি যন্ত্রচালক-মেকানিকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

দেশ জনপদ ডেস্ক | ১৬:২৯, নভেম্বর ০৯ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি এন্ড পোস্ট হারভেস্ট টেকনোলজী বিভাগের আয়োজনে সোমবার নগরীর সাগরদী ধান গবেষনা ইনস্টিটিউট মিলনায়াতনে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালীর ৪০ জন কৃষি যন্ত্রচালক ও মেকানিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ১০টায় অনলাইনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবির। বরিশাল ব্রি আঞ্চলিক কার্যালয়ের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ব্রি গাজীপুর এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল আলম।  বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মীর মনিরুজ্জামান কবির, হাছিবুর রহমান হিরা ও ঐশিক দেবনাথ প্রমুখ।