বরিশাল ছাত্রদল নেতা টিপুকে কুপিয়ে জখম

দেশ জনপদ ডেস্ক | ০১:২৯, নভেম্বর ০৮ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।।বরিশাল ছাত্রলদল নেতা রফিকুল ইসলাম টিপুকে কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যারাতে কালিবাড়ি রোডস্থ বরিশাল কলেজের পাশে তাকে এলোতাপাড়ি কুপিয়েছে অন্তত ১৫ থেকে ২০ অস্ত্রধারী। জনসম্মুখে কোপানোর পর মৃত ভেবে ছাত্রদল নেতা টিপুকে কোতয়ালি মডেল থানাধীন শ্রীনাথ চ্যাটার্চী লেনের সম্মুখে রাস্তার ওপর ফেলে রেখে গেছে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুসারে এই ঘটনা আশাপাশ থেকে অনেকে প্রত্যক্ষ করলেও টিপুকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়।

উল্লেখ, একই স্থানে টিপুর ছোট ভাই রাফসান আহম্মেদ জিতুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সেই একই স্থানে এবার টিপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল। টিপু বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামাল অনুগত ছাত্রদল নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিকুল ইসলাম টিপ শ্রীনাথ চ্যাটার্চী লেনের মুখে একটি হোটেলে বসে ছিলেন। এসময় আকস্মিক অন্তত ১৫ থেকে ২০ জন যুবক অস্ত্রসহ এসে তাকে টেনে বের করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা দোকানটি হামলা-ভাঙচুর চলায়। এবং একপর্যায়ে টিপুকে টেনে হিচড়ে বের করে রাস্তার ওপরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এমনকি মাটিতে লুটিয়ে পড়ার পরেও টিপুকে অস্ত্রধারীরা কোপাতে থাকে। শেষে তাকে মৃত ভেবে সড়কের উপর ফেলে চলে যায়। নৃশংস এই ঘটনাটি আশাপাশ থেকে লোকজন প্রত্যক্ষ করলেও তাকে বাঁচাতে কেউ অগ্রসর হয়নি।

হামলাকারীরা স্থান ত্যাগের পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে গেছে।শেষ খবর পাওয়া পর্যন্ত (রাত সাড়ে ১১টা) টিপুর জ্ঞান ফেরেনি। তবে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক তন্ময় চক্রবর্তী। তিনি বলেন, আহতের মাথায় ৬টি এবং শরীরে একটি কোপের গভীর ক্ষত রয়েছে। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

কোতয়ালি পুলিশের ওসি নুরুল ইসলাম দেশ জনপদকে জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। একই সাথে মেডিকেলেও পুলিশের টিম পাঠানো হয়েছে।

এদিকে বিএনপি রাজনৈতিক একটি সূত্র নিশ্চিত করেছে, কামালপন্থী ছাত্রদল নেতা টিপু দীর্ঘদিন যাবত কেন্দ্রীয় নেতা মজিবর রহমান সরোয়ারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৈতিবাচক স্ট্যাটাস দিয়ে আসছেন। এমনকি তার নিহত ভাই জিতুর হত্যায় বিএনপি নেতাকে খুনি অভিহিত করে ছবিও পোস্ট করে যাচ্ছেন। এনিয়ে সরোয়ার অনুসারীদের মাঝে চরম আকারে ক্ষোভ বিরাজ করছিল। ধারণ করা হচ্ছে, সেই ক্ষোভেই টিপুকে সরোয়ারপন্থী কোন ছাত্রদল নেতা বা সন্ত্রাসী কুপিয়েছে।’