কাটপট্টির নিপা খানের পত্রিক সম্পত্তি নিয়ে ষড়যন্ত্র

দেশ জনপদ ডেস্ক | ২২:৩৫, নভেম্বর ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল নগরীর কাটপট্টিতে পত্রিক সম্পত্তি নিয়ে মিথ্যা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে একটি কুচক্রী মহল। ভুক্তভোগী নিপা খানের অভিযোগ তার বাবার সম্পত্তিতে বাসস্থান করতে পারছেননা তারা। ভুক্তভোগী সূত্রে জানা যায়, ১৯৬৫ সাল থেকে ওই জমিতে বসবাস করে আসছেন তারা। গত কয়েকমাস আগে তাদের পুরাতন টিনের ঘরটি ভেঙে দালান করতে গেলে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের কার্যক্রম স্থগিত করে রাখছে ঐ কুচক্রী মহল। এতে নির্মাণ সামগ্রী নষ্ট হয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয় ভুক্তভোগী নিপা খানের। ভুক্তভোগী নিপা খান বলেন, আমি বিসিসি'র নিয়ম অনুসারেই আমার দালান নির্মাণ করতে গেলে হিংসা বসত আমাদের প্রতিবেশী আমার নামে বারবার মিথ্যা অভিযোগ করেন এবং তাদের মিথ্যা অভিযোগ প্রমানিত। ভুক্তভোগী নিপা খান বলেন, আমি বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তিনি যেনো হুমায়ারা ইয়াসমিন ও পারভিন গংদের মিথ্যা অভিযোগ থেকে আমাকে মুক্ত করেন। যাতে  আমি আমার পত্রিক সম্পত্তিতে বাসস্থান করতে পারি এবং আমি আমার নাবালক সন্তানদের নিয়ে শান্তিতে বসবাস করতে পারি।