কলাপাড়ায় শ্রমিক লীগ নেতার হাতের কব্জি বিচ্ছিন্ন করল সন্ত্রাসীরা

দেশ জনপদ ডেস্ক | ০১:৪১, নভেম্বর ০৫ ২০২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি জুয়েল প্যাদার (৩৫) এক হাতের কব্জি বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। তার ডান হাত ও দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী কোপানে হয়েছে। গতকাল বুধবার (০৪ নভেম্বর) রাত ৮টার দিকে ওই উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত জুয়েলকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাত ১২টার দিকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সে গ্রামের ফারুক প্যাদার ছেলে এবং উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রাতে জুয়েল কলাপাড়া বাজার থেকে নিজ বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে পূর্ব রজপাড়া এলাকায় হাওলাদার বাড়ির সামনে পৌছলে একদল দুর্বৃত্ত তার উপর অতর্কিত হামলা চালায়। তারা কুপিয়ে তার বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে এবং ডান হাত ও দুই পা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়। স্বজনরা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টার দিকে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১টার দিকে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরন করেন। আহতের ছোট ভাই জাকারিয়া প্যাদা জানান, তার ভাই জুয়েল প্যাদা আসন্ন নির্বাচনে স্থানীয় টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী ঘোষনা দিয়েছিলেন। এছাড়া তার ভাইয়ের বাধার কারনে বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান শিমু মীরার সহযোগী বশির, শিপন, সোহেল, হামীম সহ অন্যান্যরা এলাকায় নির্বিঘ্নে মাদক ব্যবসা করতে পাড়ছিলো না। এ কারনে তারা হত্যার উদ্দেশ্যে জুয়েল প্যাদাকে কুপিয়ে মুমুর্ষ আহত করে বলে তিনি অভিযোগ করেন। কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসাইন জানান, তার অবস্থা আশংকাজনক। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের সহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।